চট্টগ্রাম জেলার কর্ণফূলি নদীঘেষা রাঙ্গুনীয়া উপজেলার সর্ব উত্তরে ১নং রাজানগর ইউনিয়ন পরিষদ
ক) নাম – ১নং রাজানগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২০৪৯৮ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৪ টি।
চ) হাট/বাজার সংখ্যা -১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ জামাল উদ্দীন মোস্তফা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ঠান্ডাচড়ি চা বাগান।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৫/০১/১৯১৫ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১/০/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ৩০/০৬/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
জঙ্গল বগাবিলী বগাবিলী রাজাঘাটা
দক্ষিন বগাবিলী ঠান্ডাছড়ি ভরনছড়ি
হালিমপুর সাতগড়িয়া পাড়া শিয়ালবুক্কা
জোরেরকুল সুলতানপুর ঘাগড়াকুল
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস