Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রানীরহাট বাজার ইজারা প্রসঙ্গে
Details

        এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,রাঙ্গুনীয়া উপজেলাধীন রানীরহাট বাজারের আরোপিত শার্তাধীন ১৪২১ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০ শে চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদ ইজারা গ্রহেন ইচ্ছুক ব্যক্তি বর্গের নিকট হতে নির্ধারিত ফরমে সীলমোহর যুক্ত বদ্ধ খামে আগ্রহী ব্যক্তিগন হতে দরপত্র আহবান করা যাচ্ছে। আগ্রহী ইজারাদারগন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রাঙ্গুনীয়া,সহকারী কমিশনার (ভূমি)রাঙ্গুনীয়া,জেলা প্রাশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা,সোনালী ব্যাংক রাঙ্গুনীয়া,অফিসার ইনচার্জ রাঙ্গুনীয়া মডেল থানা চট্টগ্রাম হতে দরপত্রের সিডিউল নির্ধারিত মূল্যে (অফেরতযোগ্য) প্রদান পূর্বক ক্রয় করা যাবে এবং নিম্ম লিখিত তারিখ মোতাবেক সিডিউল ২টা পর্যন্ত গ্রহন করা হইবে ও একই তারিখে ৩ঘটিকার সময় দরপত্রদাতাগনের সম্মুখে খোলা হইবে।

 

পর্যায়     সিডিউল বিক্রির শেষ তারিখ ও সময় সিডিউল             দাখিলের তারিখ ও সময়           দরপত্র বাকস খোলার তারিখ ও সময়

১ম         ২৩/০২/২০১৪খ্রিঃ বিকালঃ-৫.০০টা              ২৪/০২/২০১৪খ্রিঃ বিকালঃ-২.০০টা        ২৪/০২/২০১৪খ্রিঃ বিকালঃ-৩.০০টা 

Attachments
Publish Date
13/02/2014