পরিষদের কার্যাবলীঃ-
১. গ্রাম আদালত ও সালিশি পরিষদ পরিচালনা
২.ইউনিয়নের প্রাশাসনিক কার্যাদি সম্পাদন
৩. জম্ম মৃত্যু নিবন্ধন
৪. জাতীয়তা সনদ পত্র সহ যাবতীয় কার্যাদি সম্পাদন
৫. ভিজিডি ভিজিএফ সহ যাবতীয় ত্রান কার্যাদি সম্পাদন
৬. বাল্য বিবাহ নিরোধ
৭.নারী ও শিশু নির্যাতন সহ অন্যান্য সমাজ বিরোধী কার্যক্রম তদারকি
৮.মাদকদ্রব্য সেবন ও পাচার বিরোধী কার্যক্রম তদারকি
৯.হাট বাজার ব্যবস্থাপনা
১০. ইউনিয়নের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন
১১.প্রাথমিক ও গনশিক্ষা সহ শিক্ষা ব্যবস্থা তদারকি
১২.স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনার তদারকি
১৩.কৃষি উন্নয়ন
১৪.জনস্বাস্থ্য স্যনিটেশন ও পানীয় জল এর ব্যবস্থাপনা
১৫.জনগনের দোরগোড়ায় তথ্য সেবা প্রদান
১৬.জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এর কার্যক্রমে সার্বিক সহযোগীতা করা