গ্রাম আদালতে আগষ্ট মাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
দেঃ ১০/২০১১ ০৯/০৪/১৩ইং | ২৪/১২/১১ইং ২৫/০৮/১৩ইং ০৫/০৯/১৩ইং রায়ের তারিখ ২৫/০৯/১৪ইং | আজু মুন্সি-----------বাদী। বনাম জাহাঙ্গীর আলম-----বিবাদী পারিবারিক মৌরশী সম্পত্তির জন্য বাদী বিবাদীর বিরুদ্ধে জোর পূর্বকে ভোগ দখল করিতেছে মর্মে ভাগবাটোয়ারা সম্পাদনের জন্য আবেদন করে। উক্ত আবেদনের ভিত্তিতে স্বাক্ষ্য প্রমান সহ গ্রাম পুলিশের প্রতিবেদন, সংশ্লিষ্ট মেম্বারের জবানবন্দিতে বাদী ও বিবাদী উভয়কে নিয়েই পরিমাপ পূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য একমত পোষন করে | উভয়ের দোষ প্রমানীত হওয়ায় ও গ্রাম আদালত কর্তক সার্ভেয়ার দ্বারা পরিমাপ পূর্বক ভাগ বাটোয়ারা সম্পাদনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয় |